নড়াইলে সুলতানের জন্ম বার্ষিকী পালন

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 10:29 AM
Updated : 10 August 2017, 10:29 AM

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নড়াইল শহরের মাছিমদিয়ায় সুলতান কমপ্লেক্সে শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।

জেলা প্রশাসন ও এসএম  সুলতান ফাউন্ডেশনের আয়োজনে কোরআন খানি, মিলাদ মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ প্রমুখ।

বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার সৃষ্টিকর্মের জন্য ১৯৮২ সালে একুশে পদক,  ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক প্রদান করা হয়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামারিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।