সরাইলে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আগেই গ্রেপ্তারকৃত একজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 05:02 AM
Updated : 10 August 2017, 05:02 AM

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বুধবার রাত ৩টার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া (৩২) একই উপজেলার কুট্টাপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে।

পরিদর্শক কামরুজ্জামান বলেন, বুধবার দুপুর ৩টার দিকে নবীনগর উপজেলা থেকে মামুনকে গ্রেপ্তর করে সরাইল থানায় নিয়ে আসা হয়।

“পরে তাকে সঙ্গে নিয়ে দেওড়া গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মামুনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।”

নিহত মামুনের বিরুদ্ধে সরাইল থানায় দুটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে জানিয়ে পরিদর্শক কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, আট রাউন্ড গুলির খোসা, একটি রামদা ও একটি বল্লম উদ্ধার করেছে।