নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের আরও ১০শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের আরও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 05:54 PM
Updated : 9 August 2017, 05:54 PM

নোয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ারুল ইসলাম সেলিম বলেন, বুধবার রাত ১১টা পর্যন্ত নার্সিং ইনস্টিটিউটের মোট ৩৭ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ বেবী সুলতানা বলেন, মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৩ শিক্ষার্থী ফিরে যান।  

“বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের আরও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রাতের সেই খাবার না অন্য কোনো কারণে তারা অসুস্থ হয়েছে তা আমি নিশ্চিত নই।”

এ ঘটনা তদন্তে একটি কমিটি ও অসুস্থদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড করা হয়েছে বলে নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আ ন ম শামসুল করিম জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের সিনিয়র কনসালটেন্ট সালাউদ্দিন মামুন চৌধুরীকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউটের খাওয়ার খেয়ে অথবা অন্য কোনো ছাত্রীরা অসুস্থ হয়েছে তা তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে।”

কমিটি নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তত্ত্বাবধায়ক করিম।