বিড়ি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে সমাবেশ

ভবিষ্যতে দেশে আর বিড়ি থাকবে না- অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 11:41 AM
Updated : 9 August 2017, 11:41 AM

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

গত ৩০ জুলাই অর্থ মন্ত্রণালয়ে তামাক ও তামাকজাত পণ্যের কোম্পনিগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, “দেশের তামাক বাজারের ৮০ শতাংশ বিড়ি ও কমদামি সিগারেটের দখলে। ভবিষ্যতে দেশে আর বিড়ি থাকবে না।”

বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “বিড়ির উপর অতিরিক্ত কর আরোপ বন্ধ করতে হবে, বিড়ি শিল্প বন্ধ করা যাবে না। কমমূল্যে বিড়ির ব্যবস্থা করতে হবে।”

আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল হাসনাত, সদস্য আবুল কাশেম, ইকবাল হাসান, ফয়সাল আহমেদ প্রমূখ।