সড়ক মেরামতে নয়-ছয়, ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা

গত রোজার ঈদের আগে সিরাজগঞ্জের তিন মহাসড়কে খানাখন্দ সংস্কারের নামে ছয় কোটি টাকা ভাগবাটোয়ারার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের এক নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করা হয়েছে; কারণ দর্শাতে বলা হয়েছে আরও দুইজনকে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 10:07 AM
Updated : 9 August 2017, 10:19 AM

সিরাজগঞ্জের হাটিকুমড়ুল মোড় ও নলকা সেতু এলাকাসহ কয়েকটি জায়গা পরিদর্শন শেষে বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাটিকুমরুল মোড়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত রোজার ঈদের আগে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, নলকা সেতু, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক, নাটোর-বনপাড়া মহাসড়ক ও পাবনা-নগরবাড়ি মহাসড়কে খানাখন্দ সংস্কারের নামে ‘ছয় কোটি টাকা ভাগবাটোয়ারা, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে’ তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে সওজ প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আর কারণ দর্শাতে বলা হয়েছে রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে।

সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে পাবনার নির্বাহী প্রকৌশলীকে অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।এ সময় এ তিন প্রকৌশলী মন্ত্রীর সঙ্গেই ছিলেন।

আগামী ১০ দিনের মধ্যে এসব সড়কের সব খানাখন্দ সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী।

সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা উপস্থিত ছিলেন।