মেয়ে খুন হওয়ার দুদিন পর রেললাইনে বাবার ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন; দুই দিন আগে যার মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছিল পুলিশ।      

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 09:29 AM
Updated : 9 August 2017, 09:35 AM

কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কর্ণসূতি এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান।

নিহত সাইদুর রহমান বাদলের (৪০) বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামে।

গত সোমবার বাদলের ১৮ বছর বছর বয়সী মেয়ে সাথী খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।   

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাঈদ বলেন, “সকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস জামতৈল রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বাদল রেল লাইলে ঝাঁপিয়ে পড়েন।”

পরে পুলিশ বাদলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে বলে জানান তিনি।

বাদল ও তার স্ত্রী রোববার বিকালে সাথীকে বাড়িতে রেখে পাশের ধুকুরিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে সাথীর খোঁজ পাচ্ছিলেন না তারা।

পরদিন সকালে বাড়ি থেকে থেকে প্রায় একশ গজ দূরে একটি বাঁশঝাড়ে সাথীর গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

ওই ঘটনায় সাথীর মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।