রাঙামাটিতে দরজা ভেঙে ঝুলন্ত তরুণের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পুলিশ এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে; যাকে তার বাবা মাদক গ্রহণের অভিযোগে মারধর করেছিলেন বলে এলাকাবাসীর ভাষ্য।

ফজলে এলাহী রাঙামাটি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 08:23 AM
Updated : 9 August 2017, 08:23 AM

নিহত মংমং প্রু মারমা (৩৫) উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ার মিরিক্ক্যা মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার এসআই আবদুল ওয়াদুদ বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে কারিগরপাড়া থেকে লাশ উদ্ধার করে।

“কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষের দরজা ভেঙে পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শার্ট গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল।”

স্থানীয়রা বলছে, মাদকাসক্তির কারণে নিহত মংমং প্রুর সঙ্গে পরিবারের অন্য সদস্যদের দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার সকালে তার বাবা মিরিক্ক্যা তাকে মারধর করে স্কুলের ওই পরিত্যক্ত ঘরে আটকে রাখেন।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও মিরিক্ক্যাকে খুঁজে পাওয়া যায়নি।

তবে রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছায়া মং মারমা বলেছেন, “মংমং ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হওয়ায় পারিবারিক অশান্তি ছিল। মঙ্গলবার সকালে তার বাবা সম্ভবত তাকে শাসন করেছেন। এর জেরে এটা হয়েছে কিনা আমরা জানি না।”

এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই ওয়াদুদ।