ধানক্ষেতে পড়ল তেলের ট্যাংক

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বিমানের দুটি তেলের ট্যাংক পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 03:13 PM
Updated : 8 August 2017, 03:22 PM

জিনদপুর ইউনিয়নের নীলনগর মধ্যপাড়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্যাংক দুটি পড়ে বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শী সাত বছর বয়সী স্থানীয় আলী হোসেন বলে, “আমরা লাটিম নিয়ে সড়কে খেলা করছিলাম। তখন আকাশ থেকে ওইগুলি বিকট শব্দে ধানক্ষেতে পড়ে। তখন আমরা স্থানীয়দের খবর দেই।”

জিনদপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, “বিষয়টি এলাকাবাসী আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠিয়ে থানায় খবর দেই। পরে পুলিশ এসে দুইটি তেলের ট্যাংক উদ্ধার করে।”

নবীনগর থানার ওসি আসলাম শিকদার বলেন, ধারণা করা হচ্ছে এগুলো বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের এক্সট্রা তেলের ট্যাংক।

“বিমান বাহিনীর একটি বিশেষজ্ঞ দল আগামীকাল তদন্তের জন্যে ঘটনাস্থল পরিদর্শন করবে।”

ট্যাংক দুটির মধ্যে একটি সামান্য বেঁকে গেছে। আরেকটির কিছু অংশ নষ্ট হয়েছে। এছাড়া একটি ট্যাংক খালি ছিল; আরেকটিতে সামান্য তেল ছিল বলে ওসি জানান।

ওসি আসলাম বলেন, তেলের ট্যাংক দুইটিতে লেখা আছে: ট্যাংক টাইপ জে ৭৩-৬১৫০, ট্যাঙ্ক টাইপ জে ৭৩-৬১৫০-০; সিরিয়াল নম্বর যথাক্রমে ০২, ০৭।