বেনাপোলে সাংবাদিককে ‘মারধর’: বিজিবি কর্মকর্তার প্রত্যাহার দাবি

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হককে নির্যাতনের অভিযোগ তুলে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের এক কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন যশোরের সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 11:16 AM
Updated : 8 August 2017, 11:58 AM

এ দাবিতে মঙ্গলবার যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকরা

বেনাপোলে বাংলানিউজের স্টাফ রিপোর্টার আজিজুল হক গত বৃহস্পতিবার ‘বেনাপোল সীমান্ত অরক্ষিত বাংলাদেশ প্রবেশ দ্বার’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন।

আজিজুলের অভিযোগ, পরদিন (৪ অগাস্ট) আগস্ট বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ক্যাম্পে ডেকে নিয়ে আজিজুলকে বেধড়ক মারপিট করেন এবং অকথ্য ভাষায় গালাগাল দেন।

তবে আরিফুল হক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

বেনাপোলের বাংলানিউজের স্টাফ রিপোর্টার ও বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বিজিবি কর্তৃক নির্যাতিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সামবেশে অংশ নেন তারা।

সমাবেশে বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৪৯ ব্যাটালিয়নের সিও আরিফুল হককে প্রত্যাহার করার দাবি জানানো হয়। তা না হলে আগামী আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।