শিমুলিয়ায় ১৭ ফেরির ১২টি বন্ধ

পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যসংকট তীব্র হওয়ায় এখানকার ১৭টি ফেরির মধ্যে মাত্র পাঁচটি চলতে পারছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 07:53 AM
Updated : 8 August 2017, 07:53 AM

সব ফেরি চলতে না পারায় উভয় ঘাটে পার হওয়ার অপেক্ষায় থাকা গাড়ির সারি দীর্ঘতর হচ্ছে বলে জানিয়েছেন বিআরটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লৌহজং চ্যানেলে দীর্ঘদিন ধরে নাব্য সংকট চলছে। সংকট নিরসনে মঙ্গলবার ড্রেজিং শুরু করা হয়েছে।

“ড্রেজার চলার কারণে পাঁচটি কে-টাইপ ফেরি দিয়ে গাড়ি পার করা হচ্ছে। সব ফেরি চালানো যাচ্ছে না।”

এ নৌপথে চলাচলের জন্য মোট ১৭টি ফেরি রয়েছে জানিয়ে তিনি বলেন, ১২টি ফেরি বন্ধ থাকায় মঙ্গলবার বেলা ১টার দিকে উভয় ঘাটে পাঁচ শতাধিক যানবাহনকে পার হওয়ার অপেক্ষায় দেখা গেছে। এসব গাড়ির মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

ফেরি চলাচল কখন স্বাভাবিক হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।