নারায়ণগঞ্জে ‘গোলাগুলির পর’ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের নগরীর গলাচিপা এলাকায় গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 07:10 PM
Updated : 7 August 2017, 07:47 PM

সোমবার রাত পৌনে ১১টার দিকে গ্রেপ্তার ইয়াসিন আরাফাতের (২৮) কাছ থেকে ৪ রাউন্ডগুলিসহ এক বিদেশি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসিমাহবুবুর রহমান।

গুলিবিদ্ধ ইয়াসিনকে খানপুরে অবস্থিত ৩শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর কলেজ রোড রেললাইন এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

গোয়েন্দা কর্মকর্তা মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ১১টার দিকেগলাচিপা এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। কলেজ রোড রেললাইন এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা গুলি চালায়।”

এরপর ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাহবুব।

“এসময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়,” বলেন তিনি।

ওসি মাহবুব বলেন, “সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। পুলিশ পাল্টা ৩ রাউন্ড র্শট গানের গুলি ছুড়েছে।”

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাহমিনা নাজনীন জানান, ইয়াসিনের পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।