পুলিশের ‘ধাওয়া খেয়ে’ তিস্তায় নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের ‘ধাওয়া খেয়ে’ তিস্তা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালানোর সময় এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 01:46 PM
Updated : 7 August 2017, 01:56 PM

নিখোঁজ আবুল কালাম (৪৬) উপজেলার নেফড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।

উলিপুর থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, রোববার বিকালে উপজেলার নাগড়াকুড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

ওসি বলেন, টি-বাঁধে প্রতিদিন শত শত মানুষ যায়। এ সুযোগে এলাকার একটি সংঘবদ্ধ জুয়ারি দল আসর বসিয়ে দর্শনার্থীদের সর্বস্ব লুটিয়ে নিচ্ছে এমন তথ্যের পুলিশ ওই এলাকায় টহল বৃদ্ধি করেছে।

“রোববার বিকালে পুলিশের একটি টহল দল নাগড়াকুড়া বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যায়।পুলিশ আসার খবর পেয়ে তিন জুয়ারি নদীতে ঝাপিয়ে পড়ে। এ সময় দুজন সাঁতরে ওপাড়ে যেতে পারলেও আবুল কালাম ডুবে যায়।”