শরীয়তপুরে জুয়ার আসর থেকে প্যানেল মেয়রসহ গ্রেপ্তার ৭

শরীয়তপুর পৌরসভার এক প্যানেল মেয়রসহ সাতজনকে ‘জুয়ার আসর’ থেকে দুই লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 08:29 AM
Updated : 7 August 2017, 08:29 AM

জেলা গোয়েন্দা পুলিশের এসআই এনামূল হক জানান, শহরের শামীম প্লাজায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, তার ভগ্নিপতি ঠিকাদার শামীম সরদার, হাসান বেপারী, তেল বিক্রেতা ফারুক তালুকদার, ঠিকাদার মো. মানিক শেখ, জোরাল তালুকদার ও জলিল বেপারী।

এসআই এনামূল বলেন, শামীম প্লাজায় দীর্ঘদিন ধরে জুয়া খেলাসহ নেশা করার অভিযোগ রয়েছে। গোপন খবরের ভিত্তিতে প্লাজার তৃতীয় তলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“আসর থেকে দুই লাখ টাকা ও চার বান্ডেল তাসও উদ্ধার করেছে পুলিশ।”

এ ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শরীয়তপুর বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে শামীম প্লাজায় জুয়া খেলা হয়।

“অবশেষে পুলিশ শহরের বড় বড় জুয়াড়ুকে গ্রেপ্তার করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।”

এ ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই এনামূল।