নড়াইলে শিশুর নুরীল কাজীর ময়নাতদন্ত সম্পন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিটামিন ক্যাপসুল খাওয়ার পর মারা যাওয়া ১৬ মাস বয়সী নুরীল কাজীর ময়নাতদন্ত সম্পন্ন হলেও প্রতিবেদন পাওয়া যায়নি।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 03:30 PM
Updated : 6 August 2017, 03:30 PM

এ মৃত্যুর ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল কুমার বকসী বলেন, রোববার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত করা হয়েছে।  

“রিপোর্ট এখনও পাওয়া যায়নি। পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

শনিবার দুপুরে লোহাগড়ার লাহুড়িয়া গ্রামের মান্নান কাজীর মেয়ে নুরীল কাজীকে (১৬ মাস) ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ক্যাপসুল খাওয়ানো হয়। বাড়ি নেওয়ার পর তার মৃত্যু হয়।  

ওই ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কারণে মেয়ের মৃত্য হয় বলে অভিযোগ মান্নান কাজীর, যদিও অভিযোগ অস্বীকার করেছেন নড়াইলের সিভিল সার্জন আমিন আহম্মেদ খান।

লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।