ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভ্যানচালক আনারুল হোসেন হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 02:59 PM
Updated : 6 August 2017, 02:59 PM

এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়, যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।

রোববার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন শৈলকুপার সারুটিয়া গ্রামের মশিউর রহমান ও নলখোলা গ্রামের শামিম হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, শৈলকুপার সারুটিয়া গ্রামের ভ্যানচালক আনারুল হোসেনের স্ত্রীর সঙ্গে আসামিদের অনৈতিক সম্পর্ক ছিল। আনারুল এটি জেনে ফেললে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে আনারুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মশিয়ার ও তার বন্ধু শামীম।

পরে তাকে গলা কেটে হত্যার পর লাশ গড়াই নদীতে ভাসিয়ে দেয় তারা। এরপর থেকে আনারুল ইসলাম নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর আনারুলের বাবা তোফাজ্জেল হোসেন বাদী হয়ে মশিয়ার ও শামীমকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারের পর আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলায় নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।