ছাত্রদলের পদ প্রত্যাশীদের মূত্র পরীক্ষা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে পদ পেতে হলে মূত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 02:33 PM
Updated : 6 August 2017, 05:34 PM

বোয়ালমারী উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ছাত্রনেতাদের মাদকমুক্ত করার জন্য এমনটি করা হয়েছে।

“আমাদের দেশের বেশিরভাগ ছাত্রনেতার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। আমারা বোয়ালমারী ছাত্রদলকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।”

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফরের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে শাহ জাফর বলেন, ছাত্রদলের কমিটিতে আসতে ইচ্ছুক যারা এবং যে সকল নেতা আবেদন করেছেন তাদের মধ্য থেকে আটজনের মূত্র পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

“শুক্রবার ঢাকার একটি ক্লিনিকে এই পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।”

তিনি বলেন, যাদের মূত্র পরীক্ষা করতে দেওয়া হয়েছে তারা উপজেলা ছাত্রদলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী। এদের বেশিরভাগই বোয়ালমারীর বিভিন্ন কলেজে শিক্ষার্থী।

আসন্ন সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী ওয়ালিদীন মুরছালীন বলেন, “আমাদের অভিভাবকরা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা ইতিবাচক হিসেবে দেখছি।”

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমরা চাই সকল দলের ছাত্র সংগঠনের নেতারা মাদকমুক্ত হোক। ছাত্র সংগঠনের নেতারা মাদকমুক্ত হলে দেশ আগামী দিনের মেধাবী রাজনীতিক পাবে।”

ছাত্রদলের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন।