ভোলায় বাঘমারা সেতুর উদ্বোধন

ভোলা ও পটুয়াখালী সঙ্গে সংযোগকারী বাঘমারা সেতু সর্বসাধারণ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 11:25 AM
Updated : 6 August 2017, 11:37 AM

রোববার বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাঘমারা নদীর উপর নির্মিত প্রায় দেড় হাজার ফুট দীর্ঘ এ সেতুর উদ্বোধন করেন।

ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, ৪৪০ মিটার (১৪৪৫ ফুট) দীর্ঘ ও সাত মিটার (২৩ ফুট) প্রস্তের এই প্রি-স্ট্রেচ গার্ডার সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৪২ কোটি টাকা ।

এ সেতুর পূর্ব পাশে ১২০ মিটার আর পশ্চিম পাশে ৩৬০ মিটার এপ্রোচ সড়ক রয়েছে। বাঘমারা সেতুর নির্মাণের ফলে এক ঘন্টায় ভোলা থেকে পটুয়াখালী যাতায়ত করা যাবে বলে জানান তিনি।

পটুয়াখালীর কালাইয়া পাড়ার বাসিন্দা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাকরিসহ নানা কারণে পটুয়াখালীর অন্তত পাঁচ হাজার মানুষ ভোলায় প্রতিদিন যাতায়ত করে। এই একটি সেতু দুই জেলার সামগ্রিক অবস্থার ব্যাপক পরিবর্তন করবে।”

ভোলার চর সামাইয়া বাসিন্দা শাহীন সামাদ বলেন, “বাঘমারা সেতু সদরের উত্তর দিঘলদী,দক্ষিণ দিঘলদী,চর সামাইয়া,ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নবাসীর প্রাণের দাবী ছিল।দাবী পূরণ হওয়ায় বানিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।”