শেরপুরে মাদ্রাসাছাত্রী অপহরণে এক জনের যাবজ্জীবন

এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের মামলায় নয় বছর পর এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 11:12 AM
Updated : 6 August 2017, 11:12 AM

একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

রোববার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন এ রায় দেন।

আব্দুল মজিদ লুদু (৫৪) শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের পূর্ব কুমরি গ্রামের কালু শেখের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি পূর্ব কুমরি গ্রামের ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের দুই সন্তানের জনক আব্দুল মজিদ লুদু মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ২০০৮ সালের ২০ মার্চ শেরপুর সদর থানায় আব্দুল মজিদ লুদু এবং তার সহযোগী হিসেবে তার বড় ভাই হাবিবুর রহমানকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, একই বছরের ৯ অগাস্ট শহরের সাতানিপাড়া মহল্লা থেকে পুলিশ অপহৃত ওই মেয়েকে উদ্ধার করে।

“শেরপুর সদর থানার তৎকালীন এসআই দুলাল সরকার ২০০৮ সালের ৩০ অগাস্ট ওই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।”

মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি হাবিবুর রহমানকে খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি কিবরিয়া।