সরকার থাকবে, নির্বাচন করবে কমিশন: তোফায়েল

বর্তমান সরকার ও সংসদ বহাল রেখেই জাতীয় সংসদের আগামী নির্বাচন হবে বলেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 12:02 PM
Updated : 5 August 2017, 12:02 PM

শনিবার ভোলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারও থাকবে, সংসদও থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন করবে।

“২০১৯ সনের ২৯ জানুয়ারির পর ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে।

“সহায়ক সরকার বলে কোনো সরকার পৃথিবীর কোনো সংবিধানে নেই।”

২০১৪ সালের সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী।

তার বিশ্বাস সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।

ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।

প্রধানমন্ত্রী জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু কিছু সময়ের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।