রাবি পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আসাবুল হক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 12:22 PM
Updated : 4 August 2017, 12:22 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী বরাবর বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন।

এম এ বারী জানান, আসাবুল হক তার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন।

তবে পদত্যাগপত্রটি উপাচার্য কবে গ্রহণ করবেন কিনা তার উপর আসাবুলের অব্যাহতির বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষক আসাবুল বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে তা সঠিকভাবে পালনের চেষ্টা করেছি।কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করতে গিয়ে আমার গবেষণার কাজে ব্যাঘাত ঘটছে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আর কোনো কারণ নেই।”

অধ্যাপক আসাবুল হককে ২০১৬ সালের ৩০ জুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপাচার্য তার বিশেষ ক্ষমতা বলে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত একজন শিক্ষককে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দিয়ে থাকেন।

দায়িত্ব পালনের এক বছরে রাবির পরীক্ষা ফলাফল ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করার পদক্ষেপ নেন এ শিক্ষক ।