আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে চান ওআইসি মহাসচিব

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 10:58 AM
Updated : 4 August 2017, 11:57 AM

শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

গত বছরের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে নতুন করে আরও অন্তত ৫০ হাজার মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে বলে সরকারের ভাষ্য। দীর্ঘদিন ধরে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করে আসছে।  

রোহিঙ্গাদের অধিকার রক্ষার জন্য ওআইসি জাতিসংঘে লড়াই করছে বলে জানান ওসাইমিন।

“আমরা রোহিঙ্গাসহ মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার রক্ষায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছি।”

এছাড়া মানবিক, রাজনৈতিক ও আইনি সহায়তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রতি আহ্বান জনান তিনি।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের কীভাবে খুন, ধর্ষণ, গণধর্ষণ করা হচ্ছে তা জানতে শুধু মুসলিম দেশ নয়, পৃথিবীর সব দেশের মানুষকে এখানে এসে দেখার এবং ভুক্তভোগীদের কথা শোনার আহ্বান জানান ওআিইসি মহাসচিব।

রোহিঙ্গাদের পাশে থাকার জন্য তিনি বাংলাদেশ সরকার, সরকার প্রধান এবং বিরোধী দলের প্রশংসা করেন। 

পরিদর্শনকালে তিনি ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় তার সঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগ তিনি কক্সবাজার আসেন। বেলা সাড়ে ১২টার দিকে কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্পে পৌঁছেন। পরে তিনি অনিবন্ধিত ক্যাম্পও পরিদর্শন করেন।

বেলা দেড়টার দিকে কক্সবাজার ফেরেন তিনি। চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছেন ওআইসি মহাসচিব।