শৈলকুপায় এক পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি হিন্দু পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 04:55 PM
Updated : 3 August 2017, 04:57 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচেরকোল ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য আলম জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়।

কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া গ্রামে সুনীল কুমার বিশ্বাসের বাড়ি থেকে শনিবার তার স্ত্রী ও মেয়েদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আলমের বিরুদ্ধে।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, কচুয়া গ্রামের সুনীল কুমার বিশ্বাস কয়েক দিন আগে ভারত বেড়াতে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী সবিতা রানী বিশ্বাস, মেয়ে হাসি রানী বিশ্বাস, খুশি রানী বিশ্বাস, তৃপ্তি রানী বিশ্বাস ও তুলি রানী বিশ্বাস।

“এ সুযোগে গত শনিবার আলম জোয়ার্দ্দার ও তার দলবল ওই বাড়িতে চড়াও হয়। তারা ওই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর  ব্যাংকের চেক বইতে জোর করে স্বাক্ষর করিয়ে নিয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়।”

সুনীল কুমার বিশ্বাসের স্ত্রী ও মেয়েরা এখন কোথায় আছেন তা পুলিশ বলতে পারেন না বলে জানান ওসি।

তিনি বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ  ওই এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার হোতা আলম জোয়ার্দ্দারকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ব্যাংকের চেক উদ্ধার করা হয়।”

এ ঘটনায় এখনও মামলা হয়নি। ভিকটিমদের পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে ওসি জানান।