সিলেটে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী আটক

ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট বানাতে গিয়ে সিলেটে দুই রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 02:50 PM
Updated : 3 August 2017, 02:50 PM

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণী মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বীকার করেছেন বলে ওসি জানান।

ওসি বলেন, দুপুরে দুই রোহিঙ্গা তরুণী ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট অফিসে যান পাসপোর্ট তৈরির আবেদনপত্র নিয়ে। পুলিশ গোপনে এ খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

তাদের একজন রায়নগর এলাকার মিতালী ৫ নম্বর বাসার বাসিন্দা আনোয়ার হোসেন ও নারগিছ হোসেনের মেয়ে মনোয়ারা বেগম এবং আরেকজন একই এলাকার মিতালী ৫৬ নম্বর বাসার চতুর্থ তলার শেখ মাহমুদ হাছান ও হামিদা বেগমের মেয়ে মর্জিনা বেগম পরিচয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দিয়েছেন বলে জানান ওসি।

জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ ভুয়া জানিয়ে ওসি খায়রুল বলেন, তারা মিয়ানমার থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানান যাবে।