বরগুনায় কবির হত্যায় ৭ জনের যাবজ্জীবন

বরগুনায় কবির হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 11:51 AM
Updated : 3 August 2017, 11:51 AM
বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের  এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গেরামর্দন গ্রামের আবদুল জলিল, মনির হোসেন, আবদুর রহিম, মজিবর রহমান, রুহুল আমীন সিকদার, আবদুস সত্তার ও জলিল মীর।

এদের মধ্যে মধ্যে জলিল মীর পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ২ ডিসেম্বর সন্ধ্যায় গেরামর্দন গ্রামের মো. কবীর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী ছফুরা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।