হবিগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে ডাকাত’ নিহত

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছেন।  

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 07:23 AM
Updated : 3 August 2017, 07:23 AM

বৃহস্পতিবার ভোরে বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জাব সেতু এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান।

নিহত সাইফুল ইসলাম জিলকী (৩০) উপজেলার মাতারিটোলা গ্রামের মতিউর রহমানের ছেলে।

সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, শিবপাশা সড়কে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে বুধবার রাতে আটক করে পুলিশ। ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে আটককৃতদের সঙ্গে নিয়ে পুলিশ ওই এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযানে যায়।

“এ সময় ডাকাতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত সর্দার জিলকী আহত হয়।”

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক জিলকীকে মৃত ঘোষণা করেন করেন বলে ওসি মোজাম্মের ভাষ্য।  

এ পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও আটটি গুলির খোসা উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন; তাদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।