ঝালকাঠিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টায় স্বামীর যাবজ্জীবন

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2017, 02:54 PM
Updated : 2 August 2017, 02:54 PM

বুধবার বিকালে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় দেন।

দণ্ডিত ফারুক মোল্লা নলছিটি উপজেলার সরই গ্রামে প্রয়াত মোকলেচ মোল্লার ছেলে। তিনি পলাতক রয়েছেন।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌতুকে দাবি নিয়ে বিবাদে ২০১০ সালের ২৫ অগাস্ট রাতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে স্ত্রী নাজমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন ফারুক।

এ ঘটনার পর নাজমা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৯ সেপ্টেম্বর ঝালকাঠি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালে ২৯ নভেম্বর ফারুক মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।