প্রতারণার অভিযোগে কুমিল্লা থেকে সস্ত্রীক বিএনপি নেতা আটক

মন্ত্রী, এমপি ও সেনা সদস্যসহ বিভিন্ন পরিচয়ে প্রতারণার অভিযোগে এক বিএনপি নেতাকে কুমিল্লা থেকে সস্ত্রীক আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2017, 12:21 PM
Updated : 2 August 2017, 12:51 PM

এরা হলেন, মোহাম্মদ ইবনে মিজান রণি (৪৬) ও তার স্ত্রী রেশমা বেগম (৩২)।

বুধবার চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রণি হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর ওয়ার্ডের মৃত বাচ্চু মিয়ার ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সুপার বলেন, “ওই দম্পতি দীর্ঘদিন ধরে মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

“বুধবার কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহায়তায় চৌদ্দগ্রাম থেকে রণি ও তার স্ত্রীকে আটক করা হয়।”

ওই দম্পতির বিরুদ্ধে প্রতারণা অভিযোগে চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ ও মাগুরা সদর থানায় এবং ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান শামসুন্নাহার।