রাবি কর্মচারীর বাড়িতে অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বাড়ি থেকে পাঁচটি হাতবোমা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 04:47 PM
Updated : 1 August 2017, 04:48 PM

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাবি কর্মচারী আবু রাজ তুহিন ওরফে সাধুর মতিহার থানার নতুন বুধপাড়ার বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক পাওয়া যায়।

আবু রাজ তুহিন রাবির স্টুয়ার্ড শাখার কর্মচারী বলে জানিয়েছে র‌্যাব।

অধিনায়ক মাহবুবুর বলেন, “তিন রাউন্ড গুলি ও দুইটি পিস্তলসহ সন্ধ্যা ৬টার দিকে আবু রাজ এবং তার সহযোগী রিজুকে নগরের ভদ্রা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিয়ে সাধুর বাড়িতে তল্লাশি চালিয়ে রান্না ঘর থেকে ৫টি হাত বোমা, বোমা তৈরির সার্কিট ও এক প্যাকেট বিস্ফোরক পাওয়া যায়।”

রিজুর বাড়ি নগরের বোয়ালিয়া থানার ষষ্ঠিতলা এলাকায়। তারা দুইজনের অস্ত্র ও বিস্ফোরণ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।