খুলনায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় দুই দিনের শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 12:58 PM
Updated : 1 August 2017, 02:13 PM

খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে সোমবার এ কর্মশালা শুরু হয়। শেষ হয় মঙ্গলবার।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের আয়োজনে এ কর্মশালায় কর্মশালায় ২২ জন শিশু অংশগ্রহণ করে, যার মধ্যে ১২ জন ছেলে ও ১০ জন মেয়ে ছিল।

সমাপনী দিনে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে জেন্ডার বৈষম্য ও সংবাদ লিখনে সঠিক ভাষার প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রিজিয়া পারভীন।

খুলনা দুদিনের কর্মশালায় কেন্দ্রীয় অতিথি ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উমপা হালদার, চৌধুরী মাহির মুহিবুল্লাহ, আরফান ইফতেখার ফারদিন, বর্ণালী চৌধুরী বহ্নি, সায়হাম সায়মন, ফাইকা তাসনিয়া, মো. ফারদিন হোসেন শুদ্ধ, উম্মে রোকাইয়া, ইফতেখার ফারহান ইফতি, নাইজুর নাহার সুমী, প্রিয়ংকা কর্মকার, সোহেল হাওলাদার, রিপা খাতুন, সোহানউজ্জামান, তারিন ইসলাম বর্ণা, জারিন ইসলাম অর্না, কাজী প্রশংসা আহমেদ, সুমিত রায়, সোহান আহমেদ সজন, তাসনুভা মেহজাবীন, মো. রেজাউল ইসলাম ও আরিয়ান নুহান।

কর্মশালা সমন্বয় করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি সুবীর কুমার রায়।