নড়াইলে বাস চলাচল শুরু

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে নড়াইলের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 09:52 AM
Updated : 1 August 2017, 09:52 AM

মঙ্গলবার দুপুর থেকে বাস চলাচল শুরু হয় বলে জানান নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক।

তিনি বলেন, সব সড়কে নসিমন-করিমনসহ সকল অবৈধ যান চলাচল বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেওয়ার পর বাস চলাচল শুরু করা হয়েছে।

আগামী ৮ অগাস্টের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পুনরায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মালিক সমিতির এ নেতা।

সোমবার দুপুরে নড়াইল-লক্ষ্মীপাশা সড়কের মালিবাগ এলাকায় সন্ত্রাসীদের হামলায় নড়াইল বাস ও মিনিবাস মালিক সমিতির ক্রীড়া সম্পাদক রশিদ আহম্মেদ ও যশোর-নড়াইল সড়কের লাইন সেক্রেটারি বাবুল মোল্লা আহত হন।

এ ঘটনায় হামলার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।