বাল্য বিয়ে ঠেকিয়ে ৮ কিশোরী পেল সম্মাননা

নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পাওয়া শারমিন আক্তারসহ বরিশালের আট কিশোরীকে সম্মাননা দিয়েছে ব্র্যাক।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 03:39 PM
Updated : 31 July 2017, 03:39 PM

সোমবার নগরীর বরিশাল ক্লাবে বাল্য বিয়ে বিরোধী এক সমাবেশে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সংস্থাটির সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

স্ম্মাননা পাওয়া শারমিন আক্তার বলেন, “পরিবার যদি বাল্য বিয়েতে আপনাকে বাধ্য করে; তাহলে উপজেলা চেয়ারম্যান, পুলিশ অথবা সাংবাদিকদের অবহিত করুন। এতে বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব।”

অনুষ্ঠানে বাল্য বিয়ে ঠেকিয়ে সাহসিকতার স্বীকৃতি হিসেবে ঝালকাঠির শারমিনসহ ভোলা সদরের ফারজানা আক্তার, লালমোহনের রেহানা আক্তার মিতু, ঝালকাঠী সদরের পাখি আক্তার ও লামিয়া আক্তার, পটুয়াখালীর দশমিনার সাদিয়া আক্তার, বরগুনার বেতাগীর ইতি আক্তার এবং বরিশালের আগৈলঝাড়ার নীলিমা করকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোশাররফ হোসেন, মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রধান ফারহানা হাফিজ।