অর্থ আত্মসাতের মামলায় ভূমি কর্মকর্তার কারাদণ্ড

কুষ্টিয়ায় টাকা রাজস্বের আত্মসাতের অভিযোগে বরখাস্ত এক ভূমি কর্মকতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 12:53 PM
Updated : 31 July 2017, 12:54 PM

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মুনসুর এ রায় দেন।

দণ্ডিত মহম্মদ আলী জগতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

একইসঙ্গে তাকে আত্মসাতের অর্থের দ্বিগুণ জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম আমিরুল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে রাজস্বের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ কুষ্টিয়া সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার ইয়াছমিন আক্তার এবং ২০১১ সালের সেপ্টেম্বরে দুদকের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম বাদী হয়ে মহম্মদ আলীর বিরদ্ধে দুইটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১২ সালে এ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

শুনানি শেষে দুইটি মামলায় প্রত্যেকটিতে বিচারক মহম্মদ আলীকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেন বলে জানান তিনি।