চৌহালী রক্ষা বাঁধে ১২ বার ধস

সিরাজগঞ্জে শতাধিক কোটি টাকায় নির্মাণাধীন চৌহালী উপজেলা রক্ষা বাঁধে এক মাসে সাত বারসহ মোট বারো বার ধস নেমেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 12:23 PM
Updated : 31 July 2017, 12:37 PM

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, সোমবার দুপুরে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের মিয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ২৫ মিটার ধসে গেছে।

ইতোমধ্যে ভাঙনস্থানে বালি ভরতি জিওব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান তিনি।

চৌহালী উপজেলারে পৌনে চার কিলোমিটার ও টাঙ্গাইলের সোয়া তিন কিলোমিটার এলাকা যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকা বরাদ্দ দেয়।

টাঙ্গাইল সদরের সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত বাঁধের কাজ ২০১৫ সালের ২৪ নভেম্বর শুরু হয়।

বাঁধের নির্মাণ কাজ প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছিল। চলতি জুলাই মাসেই দুবছর মেয়াদী এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।

চৌহালী উপজেলা রক্ষা বাঁধটি তদারক করে টাঙ্গাইল পানি উন্নয়ন।

বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধটির খগেনের মোড়ে একবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ও মিয়াপাড়ায় দুইবার করে চার এবং ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া মিলে মোট বারোবার ধসের ঘটনা ঘটেছে।

এরমধ্যে জুলাই মাসে সর্বোচ্চ সাতবার এবং গত তিন মাসে পাঁচ বার ধস দেখা দেয় বলে জানান তিনি।