ময়মনসিংহে সেনা সদস্য হত্যায় প্রেমিকসহ স্ত্রীর ফাঁসির রায়

ময়মনসিংহে পরকীয়ার জেরে ১৬ বছর আগে সেনা সদস্য মাহাবুবুল আলমকে খুনের দায়ে স্ত্রী ও তার প্রেমিককে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 11:57 AM
Updated : 30 July 2017, 11:57 AM

রোববার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ জহিরুল কবীর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের স্ত্রী শিল্পী আক্তার ও তার প্রেমিক রেজাউল হক রেজা। দুজনেই পলাতক রয়েছেন। 

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম জানান, ২০১১ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড়ের ভাড়া বাসায় নেত্রকোণার মদন এলাকার বাসিন্দা ল্যান্স কর্পোরাল মাহাবুবুল আলমকে কুপিয়ে খুন করে রেজা ও শিল্পী। এ ঘটনার একদিন পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই মেহেদী হাসান জুয়েল।

পরে পুলিশ তদন্ত শেষে রেজা ও শিল্পীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।