কক্সবাজারে চার লক্ষাধিক ইয়াবা উদ্ধার

কক্সবাজারে টেকনাফ উপজেলায় ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া একটি বস্তায় তল্লাশি চালিয়ে চার লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 08:56 AM
Updated : 30 July 2017, 08:56 AM

রোববার ভোর রাত ৫টার দিকে সাবরাং ইউনিয়নের লাবারঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম জানান।

পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্ধ করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা আরিফুল জানান।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হওয়ার খবরে বিজিবির একটি দল লাবারঘোনা মাঠে  অবস্থান নেয়। একপর্যায়ে একটি কাঠের নৌকায় করে মিয়ানমারের দিক থেকে চারজন লোক নাফ নদীর কূলে উঠে আসেন।

“তাদের মাথায় চারটি বস্তা দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে অন্ধকারে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যায়।”

আরিফুল বলেন, “পরে তাদের ফেলে যাওয়া বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে চার লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যেগুলোর বাজারমূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা।”

উদ্ধারকৃত ইয়াবা ও নৌকাটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।