সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে জলদস্যু ছোট মজনু বাহিনীর প্রধান বলেছে র‌্যাব।  

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 07:06 AM
Updated : 30 July 2017, 07:42 AM

র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের আরবানিয়া খাল এলাকায় রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রউফ ওরফে রউফুলের (৪২) বাড়ি খুলানার কয়রা উপজেলায়।

ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, আটটি গুলি ও দুইট রামদা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা রফিকুল জানান।  

সাংবাদিকদের তিনি বলেন, ‘ছোট মজনু বাহিনীর’ সদস্যরা স্থানীয় জেলে ও মৌয়ালদের কাছ থেকে চাঁদাবাজি করত। সময় সময় তাদের অপহরণও করত। গত শুক্রবার কালাবগি স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়কে ‘হত্যার উদ্দেশ্যে’ জলদস্যু বাহিনীর সদস্যরা গুলি করে।

“এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করে র‌্যাব। সকালে আরবানিয়া খাল এলাকায় তারা অভিযান শুরু করলে ছোট মজনু বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।”

রফিকুল বলেন, “প্রায় আধাঘণ্টা উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে দস্যুবাহিনী পিছু হটলে তারা রউফের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন।”

তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন বলে এ র‌্যাব কর্মকর্তার ভাষ্য।

লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।