কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে ডাকাত’ নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2017, 07:48 AM
Updated : 29 July 2017, 07:48 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, শনিবার ভোরে উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

আনুমানিক (৩৫) বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ রাতের দিকে সংঘবদ্ধ কয়েকজন ‘ডাকাত’ ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।”

ওসি বলেন, গোলাগুলির এক পর্যায়ে অন্য ‘ডাকাতরা’ পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ‘ডাকাত সদস্যকে’ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মাথা ও বুক গুলিবিদ্ধ হয়েছে জানিয়ে ওসি মনিরুল বলেন, লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান, গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।