সিলেটে ছাত্রলীগের স্মরণ সভায় গুলিবিদ্ধ ৩

সিলেটে এক ছাত্রলীগ নেতার স্মরণ সভায় যুবলীগের দুই পক্ষের বাক-বিতণ্ডা থেকে গুলিতে তিনজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 06:12 PM
Updated : 28 July 2017, 06:12 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের উপস্থিতিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরামার কুশিঘাটের একটি মাঠে সভায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির আহমদ খোকা, জামিল আহমদ, সুহেল আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, গত মার্চে শিববাড়ির আতিয়া মহলে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে পাশে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের স্মরণে রাত সাড়ে ৭টার দিকে সভা শুরু হয়।

“সভা চলাকালে যুবলীগের দুই পক্ষ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরে যুবলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে ওই তিনজন আহত হয়।”

এ সময় ঘটনাস্থলে উপস্থিত মহানগর যুবলীগ নেতা ও স্থানীয় বাসিন্দা জাকিরুল আলম জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে কারা গুলি করেছে, তা জানি না।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, “যুবলীগের নিজেদের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।”