জালালাবাদ গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ড

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জালালাবাদ গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এতে ছয়জন আহত হন ও তিনটি বাহন পুড়ে গেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 10:35 AM
Updated : 28 July 2017, 02:38 PM

শুক্রবার দুপুরে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রফিকুল বলেন,বেলা ১২টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপটি ফেটে যায়। 

“প্রথমে আগুন নেভাতে কিছুটা সমস্যা হলেও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করে দিলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।”

আগুনে ছয়জন আহত হন এবং একটি মাইক্রোবাস, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানান তিনি।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ জানান,কদমতলী বাস টার্মিনাল এলাকায় আগুন লাগলে ওই সড়কে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।আগুন নিয়ন্ত্রণে এলে বাস চলাচল আবার স্বাভাবিক হয়।