রুপার অলংকারসহ বেনাপোলে বাংলাদেশি আটক

যশোরের বেনাপোল চেকপোস্টে ভারত ফেরত এক বাংলাদেশিকে তিন কেজি রুপার অলংকারসহ আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 07:02 AM
Updated : 28 July 2017, 07:02 AM

শুক্রবার সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান।

আটক সেলিম গাজী (৪০) চাঁদপুরের সদর উপজেলার ফজলুর হকের ছেলে।

বিজিবি কর্মকর্তা ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী- রুপার অলংকারের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্টে অবস্থান করছেন’ গোপন এমন সংবাদ পেয়ে বিজিবি টহলদল সেখানে অবস্থান নেন।

“ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে সেলিম গাজির গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।

~পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে তিন কেজি ওজনের রুপার অলংকার উদ্ধার করা হয় “

সেলিমের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করে তাকে পুলিশে  হস্তান্তর করা হয়েছে বলে ওহাব জানান।