নড়াইল থেকে ‘অপহৃত’ স্কুলছাত্র পাবনায় উদ্ধার

নড়াইল থেকে অপহরণের পাঁচদিন পর এক স্কুলছাত্রকে পাবনার আটঘরিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 09:39 AM
Updated : 27 July 2017, 09:39 AM

বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ কথা জানান।

উদ্ধারকৃত বাবুল (১০) নড়াইলের কালিয়া উপজেলা হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।

স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র বাবুলকে ২২ জুলাই অপহরণ করা হয়।

গ্রেপ্তার দুলাল চন্দ্র সরকার পাবনার আটঘরিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গোপেশ্বর চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ সুপার রকিবুল বলেন, গত শনিবার (২২ জুলাই) প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে বাবুলকে অপহরণ করা হয়।

“পরে অপরহরণকারী চক্রের সদস্য দুলাল চন্দ্র সরকার বাবুলের মা জোসনা বেগমের মোবাইল ফোন করে ৫৭ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।”

এ ঘটনায় জোসনা বাদী হয়ে গত মঙ্গলবার কালিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেন বলে জানান তিনি।

রকিবুল বলেন, মামলার পর অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে পাবনা পুলিশের সহযোগিতায় দুলালের বাড়িতে অভিযান চালানো হয়।

পরে তার বাড়ি থেকে বাবুলকে গ্রেপ্তার ও দুলালকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।