টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 07:43 AM
Updated : 27 July 2017, 07:47 AM

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, বুধবার রাত ১১ টার দিকে সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার দলিয়াপাড়ার আবুল বাশারের ছেলে মোহাম্মদ জোনায়েত (২০) ও নূর আলমের ছেলে মোহাম্মদ জোহার (৩০)।

মেজর শরিফুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর কিনারায় কেওড়া বনের ভেতর অবস্থান নেয়।

“এক পর্যায়ে নাফ নদীর তীরে কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। তারা নৌকা নিয়ে পালাতে গেলে ধাওয়া দিয়ে দুই মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি।”

শরিফুল বলেন, নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়; যেগুলোর বাজার মূল্য দুই কোটি ৩৭ লাখ ৮১ হাজার নয়’শ টাকা।