ভারি বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতা

ভারি বর্ষণে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়ক, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বাসা বাড়িতে পানি জমে গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 12:22 PM
Updated : 26 July 2017, 05:45 PM

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. সহিদ উল্লাহ জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির আরও বাড়তে পারে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয় ও বাংলো, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সড়ক ভবন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও টেলিযোগাযোগ অফিসের ভেতরে পানি জমে আছে।

এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হরিনায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে, মাইজদী হাউজিং এস্টেট, সরকারি আবাসিক এলাকা, মাস্টার পাড়া, ল’ইয়ার্স কলোনী, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, মধুপুর, গুপ্তাঙ্গসহ বিভিন্ন আবাসিক এলাকায় হাঁটু পানি জমে আছে দেখা যায়।

শহরের বেশির ভাগ সড়কে পানি জমায় অফিসগামী লোকজন ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, তার কার্যালয়ের নিচ তলায় পানি উঠে গেছে। বাংলোর ভেতরেও হাঁটু পানি জমে আছে।

তার কার্যালয় ও বাংলোর ভেতরে পানি উঠে গেছে বলে জানান সিভিল সার্জন শামসুর রহমান।

এদিকে বিরূপ আহাওয়ায় হাতিয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে।