চৌহালী উপজেলা রক্ষা বাঁধে আবার ধস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শহররক্ষা বাঁধে আবার ধস দেখা দিয়েছে, শতাধিক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধটিতে এ নিয়ে ১১ বার ধসের ঘটনা ঘটল।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 10:34 AM
Updated : 26 July 2017, 05:41 PM

বাঁধ তদারকির দায়িত্বে থাকা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বুধবার ভোরে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় ২৫ মিটার ধসে গেছে।

ইতোমধ্যে ভাঙনস্থানে বালি ভর্তি জিওব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এ বাঁধের বিভিন্ন স্থানে ১০ বার ধস দেখা দেয়। বার বার ধসের ঘটনায় হতাশা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে চৌহালীবাসীর মধ্যে।

ফাইল ছবি

চৌহালী উপজেলার পৌনে চার কিলোমিটার ও টাঙ্গাইলের সোয়া তিন কিলোমিটার এলাকা যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকা বরাদ্দ দেয়।

টাঙ্গাইল সদরের সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত বাঁধের কাজ ২০১৫ সালের ২৪ নভেম্বর শুরু হয়।

বাঁধের নির্মাণ কাজ প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছিল। চলতি জুলাই মাসেই দুবছর মেয়াদী এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।