বেনাপোলে সোনাসহ আটক ২

যশোরের বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী দুই বাংলাদেশিকে চারটি সোনার বারসহ আটক করা হয়েছে।

বোপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 09:26 AM
Updated : 26 July 2017, 09:26 AM

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ সাদিক জানান, বুধবার সকালে চেকপোস্টের শূন্যরেখা থেকে তাদের আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম (৩৫) মুন্সিগঞ্জের গজারিয়া থানার মল্লিকপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে, আর হারুন আল রশিদ (৫০) নারায়ণগঞ্জের আব্দুল গফুরের ছেলে।

শুল্ক কর্মকর্তা সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পাসপোর্টধারী যাত্রী সোনার চালান ভারতে পাচারের চেষ্টা করছেন এমন খবর পেয়ে গোয়েন্দা সদস্যরা চেকপোস্টে অবস্থান নেন।

“শূন্যরেখায় সন্দেহজনক আচরণের কারণে আরিফুল ও হারুনকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি সোনার বার পাওয়া গেছে। এর ওজন ৪০০ গ্রাম।”

আটক সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সোনা পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।