যশোরে বৃষ্টিতে বন্ধ ৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান

টানা বর্ষণে তিন দিন ধরে জলাবদ্ধ হয়ে থাকায় যশোরের চার উপজেলায় ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 04:55 AM
Updated : 26 July 2017, 05:26 AM

এর মধ্যে শুধু মনিরামপুরেই রয়েছে ৫২টি প্রতিষ্ঠান। অন্য তিন উপজেলা হচ্ছে কেশবপুর, অভয়নগর ও শার্শা।

মঙ্গলবার বন্ধ ঘোষিত এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে - ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি প্রাথমিক, ১১টি মাদ্রাসা ও ২টি কলেজ।

মনিরামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন জানান, অতিবৃষ্টিতে উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। ৫২টি প্রতিষ্ঠানে যাতায়াত সমস্যার কারণে পাঠ দেওয়া বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ, ১১টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয়।

কেশবপুর উপজেলায় ১০, অভয়নগর উপজেলায় ১০ ও শার্শায় ২টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী বলছেন, অতিবৃষ্টির কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, পরে অতিরিক্ত ক্লাস করিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে।

পানি সরে গেলে পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু।