নাশকতার মামলা: বিএনপি-জামায়াতের ৪৭ জনের বিচার শুরু

নাশকতার মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামায়াত আমিরসহ ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 03:57 PM
Updated : 25 July 2017, 03:58 PM

মঙ্গলবার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।

ঘটনার পরদিন (৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকনসহ ৪৭ জনের নামে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পরিদর্শক এ জেড এম মাসুদুজ্জামান ২০১৫ সালের ২১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্পূর্ণ মিথ্যা ঘটনায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলা দেওয়া হয়েছে।

“এ মামলায় আমরা উচ্চ আদালতে যাব।”