নরসিংদীতে ব্যবসায়ী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

নরসিংদীর শিবপুরে ব্যবসায়ী করিম মিয়া হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 01:09 PM
Updated : 24 July 2017, 01:09 PM

সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীন উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিবপুর উপজেলা চৌঘরিয়া এলাকার কাজীমুদ্দিনের ছেলে কবির হোসেন, একই এলাকার কাজল মিয়ার ছেলে রনি এবং একই উপজেলার চণ্ডবর্র্দ্দি এলাকার আ. হাসিমের ছেলে ফারুক মিয়া।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে পিপি এ এন এম অলিউল্লাহ হক জানান

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৩ জুন শিবপুর উপজেলার চণ্ডবর্দ্দি এলাকার করিম স্থানীয় বাজার থেকে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা তার পথরোধ করে টাকা ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই তার বাবা আব্দুর রশিদ বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা করেন।