ক্লাস থেকে বের করে দেওয়ার জেরে স্কুলে ভাংচুর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষককে লাঞ্ছিত ও স্কুলে ভাংচুরের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 11:01 AM
Updated : 24 July 2017, 11:04 AM

সোমবার উপজেলার কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন জানান।

এ ঘটনায় পুলিশ ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র ও তার এক প্রতিবেশীকে আটক করেছে।

স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাণ্ডে বলেন, অষ্টম শ্রেণির ছাত্র সদরের অলিঠাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন শেখের ছেলে সাকিব শেখকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার সহকারী প্রধান শিক্ষক সাত দিনের জন্য ক্লাস থেকে মৌখিকভাবে বহিষ্কার করেন।

“সোমবার সকাল ১০টার দিকে স্কুলে এসে বিষয়টি আমাকে জানায় সাকিব। সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে বসে বিষয়টি ২/১ দিনের মধ্যে সমাধান করে দিব বলে জানালে সে বাড়ি চলে যায়।”

তিনি বলেন, পরে বেলা ১১টার দিকে তার বাবা স্কুলে এসে সহকারী প্রধান শিক্ষক মতিয়ার হোসেনকে লাঞ্ছিত করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সাকিবকে আটক করে।

“এ খবর শুনে ক্ষিপ্ত হয়ে তারা বাবা ফের লোকজন নিয়ে স্কুলে এসে আমার কক্ষ ভাংচুর করে।”

কোটালীপাড়া থানার এসআই হাফিজ ভূইয়া বলেন, এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ঘটনার পর আমি স্কুলটি পরিদর্শন করেছি। স্কুল চলাকালে শিক্ষকবে লাঞ্ছিত করা ও স্কুলে হামলা-ভাংচুরের ধৃষ্টতা দেখে অবাক হয়েছি।

“এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”