শার্শায় গোলাবারুদসহ আটক ৫

যশোরের শার্শা উপজেলায় ডাকাত সন্দেহে গোলাবারুদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 04:49 AM
Updated : 24 July 2017, 04:50 AM

উপজেলার বিভিন্ন জায়গা থেকে রোববার রাতে তাদের আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি মনিরুজ্জামান।

আটককৃতরা হলেন – উপজেলার বনমান্দার গ্রামের অমেদ আলীর ছেলে আলী হোসেন (৪২), ঝিকরগাছার বল্লা গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৭), হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০), সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন টগর (২২) ও আয়ুব আলীর ছেলে ফারুক হোসেন (২২)।

তারা ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।

ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কানাইনগর গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে শনিবার রাতে ডাকাতরা অস্ত্রের মুখে এক লাখ টাকা, দেড় ভরি সোনার গয়না, একটি ট্যাব, চারটি দামি মোবাইল ফোন, তিনটি পাসপোর্ট ও পাঁচটি জমির দলিল নিয়ে যায়।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে শার্শা থানায় মামলা করলে পুলিশ অভিযানে নামে জানিয়ে ওসি মনিরুজ্জামান বলেন, আটককৃতদের কাছ থেকে দুটি হাতবোমা, দুটি পিস্তল, দুটি গুলি, দুটি গাছিদা, একটি ছুরি, চারটি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি মনিরুজ্জামান।